সন্তান জন্ম নেয়ার পর থেকে শুরু হয় অভিভাবকদের জীবনের নতুন এক অধ্যায়। প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই মায়েদের জন্য প্রতিটি সপ্তাহ গুরুত্বপূর্ণ। নিজের স্বাস্থ্য, ডাক্তার খোঁজা ইত্যাদি। সন্তান বড় হতে থাকে আর চাহিদা পরিবর্তন হতে থাকে অভিভাবকের। কখনও সন্তানের জন্য ভালো মানের প্রোডাক্ট, তো কখনও ডে-কেয়ার খোঁজা, প্রি-স্কুল, স্কুল, সন্তানের বিকাশের জন্য দরকারি সব বই, শিক্ষণীয় খেলনাও তো খুঁজে বের করতে হয়। কখনও বা ন্যানি, ডাক্তার, child specialist তাদেরও দরকার হয়। কেমন হতো যদি এই পুরোটা সময় কেউ পাশে থাকতো? প্রয়োজন অনুযায়ী দিতো বিভিন্ন পরামর্শ, খুঁজে বের করে দিতো ডে-কেয়ার, ভালো এবং বয়স উপযোগী গল্পের বই বা খেলনা, অথবা জীবনের সেরা মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখার সুযোগ।

বাংলাদেশের অভিভাবকদের জন্য One Stop Solution নিয়ে এমনই একটা অ্যাপ চালু করেছে Togumogu Ltd. প্রেগন্যান্সি থেকে শিশুর বয়স ১০ বছর হওয়া পর্যন্ত যত ধরণের প্রোডাক্ট, সার্ভিস, এবং পরামর্শ দরকার সব এখন পাওয়া যাবে কেবল একটা ক্লিকে।

Togumogu অভিভাবকদের জন্য নতুন অ্যাপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *