১০ ও ১১ তারিখ Kids Time এর ধানমন্ডি ও খিলগাঁও ব্র্যাঞ্চে শিশুদের নিয়ে মহা আনন্দে ফাল্গুন উদযাপন করা হল। মহাআনন্দ ও আয়োজনের মাঝ দিয়ে শিশুদের দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করে তোলা আমাদের একটি অন্যতম উদ্দেশ্য।
শিশুরা বানাবে নিজ হাতে বানিয়েছে Flower crown। নিজ হাতে তৈরী করা Flower crown দিয়ে শিশুরা নিজেদের সাজিয়ে তুলে জানালো আমন্ত্রণ বসন্তকে। রঙ বেরঙ্গের কাগজ দিয়ে বানানো তাদের flower crown. আমাদের ছোট্ট বন্ধুরা আমাদের গান গেয়ে শুনিয়েছে, কেউ কেউ আবার পরিবেশন করেছে নাচ। এককথায় শিশু, অভিভাবক আর Kids Time পরিবার মিলে আমরা একটা খুবি সুন্দর ও হাস্যজ্জ্বল সময় পার করেছি ২দিন ব্যাপী আয়োজিত Kids Time এর ফাল্গুন উদযাপন।
একটা শিশু যখন বড় হতে থাকে তখন তার ছোটো বেলায় কাটানো আনন্দের মুহুর্তগুলো তার বাকি জীবনের খেলার সাথীর মত তাদের সাথে সাথে থাকে। শিশুর ভবিষ্যত ঠিক এ কারনেই তার আজকের সাথে, তার interaction এর উপর নির্ভরশীল। Kids Time এ তাই আমরা কাজ করি শিশুর communication skills development, emotional ও moral skill development, এবং creativity নিয়ে যাতে করে তাদের মাঝে future skills development এর মাধ্যমে leadership skill তৈরী হয়।
আপনিও যদি আপনার শিশুকে এমন আনন্দে ভরা একটা সময় উপহার দিতে চান, তাহলে তাকে নিয়ে চলে আসুন Kids Time এ আর enroll করুন আরও মজার মজার সব এ্যাকটিভিটি করার সুযোগ করে দেওয়ার জন্য।