
How to develop your Child’s Spoken English skill?
একজন শিশুর ৫ বছর বয়সের মধ্যে ৩ টি ভাষা শেখার ক্ষমতা আছে। অবাক করা ব্যাপার না?
অনেকেই জানেন শিশুরা ইউটিউব দেখে দেখেই ইংরেজি বিভিন্ন শব্দ শিখে যায়। আবার কার্টুন দেখে কিছুটা হিন্দিও শিখে ফেলে। এগুলো আমরা প্রতিনিয়তই দেখি। কিন্তু এই ক্ষমতা ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে কমে যায়। বিশেষ করে ১০ বছর বয়সের পর অনেক কঠিন হয়ে পড়ে। এই জন্যই বড় হওয়ার পর যেকোনো নতুন ভাষা শেখা এতো কঠিন হয়ে পড়ে।
শিশুর Spoken English দক্ষতা এবং এর গুরুত্ব নিয়ে আজকের লেখা। এবং সবার শেষে একটা সল্যুশনের ব্যাপারেও বলা হয়েছে। তার আগে বাস্তব জীবনের উদারহণ থেকে জেনে নেই কেন Spoken English skill দরকার।
কেন ইংরেজিতে কথা বলা শেখা (Spoken English) দরকার?
যে কেউ চাকুরিক্ষেত্রে আছেন, তারা জানেন তাদের কর্মক্ষেত্রে ইংরেজি জানা কতটা গুরুত্ব বহন করে। আপনার চেয়েও খারাপ পারফর্মার কেবল ইংরেজিতে ভালো হওয়ার কারণেই প্রমোশন পেয়ে গেছে – এটাও হয়তো অনেককে দেখতে হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন ইংরেজিতে দক্ষ হতে হবে?
১। গবেষণায় দেখা গেছে, যে ইংরেজিতে কথা বলতে পারে না, তার তুলনায় যে ইংরেজিতে পারদর্শী তার ভবিষ্যৎ উপার্জন ৩০-৫০% বাড়ে।
২। পৃথিবীর উন্নত দেশগুলোতে পড়াশুনা করতে যাওয়া, চাকুরি করতে যাওয়া এবং স্থায়ীভাবে বসবাস করতে চাইলে ইংরেজিতে কথা বলতে পারার বিকল্প নেই।
৩। নিজের আইডিয়া, নিজের ব্যবসা, নিজের কাজ, নিজের দক্ষতাকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়ার জন্য Spoken English এর বিকল্প নেই।
কেন ছোটবেলাতেই ইংরেজিতে কথা বলা শিখে নেয়া দরকার?
ঢাকা এবং ঢাকার বাইরে বেশিরভাগ অভিভাবক সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে পারেন না। তারা সবসময় চিন্তায় থাকেন যে তাদের শিশুদের ইংরেজিতে দক্ষতা বাড়ছে না। কেন অল্প বয়সেই শিশুদের ইংরেজিতে কথা বলা শেখা দরকার?
১। নতুন ভাষা শেখার জন্য সবচেয়ে উপযোগী বয়স হচ্ছে ১০ বছরের নিচে থাকা অবস্থায়। এই সময়ে শিশুদের জন্য নতুন ভাষা শেখা সবচেয়ে সহজ।
২। ছোটবেলাতেই ইংরেজি শিখে নিতে পারলে তার স্কুলে ও বাইরে সে আগে থেকেই ভাষার চর্চা শুরু করতে পারবে।
৩। ইংরেজিতে কথা বলা শেখা সবচেয়ে কঠিন, বিশেষ করে আমেরিকান বা ব্রিটিশদের মতো উচ্চারণে। কিন্তু শিশুর বয়স কম থাকলে এই ধরণের উচ্চারণগুলো তার জন্য শেখা সহজ। যত বড় হবে, ততই তার জন্য নেটিভ ইংরেজি উচ্চারণে কথা বলা কঠিন হয়।
কোথায় শিশুকে ইংরেজিতে কথা বলা শেখাবো? (Where to teach Spoken English for children)
শিশুর বয়স যদি ৪-১০ বছর হয় তাহলে আপনি Joy School English এর Spoken English কোর্সে শিশুকে ভর্তি করতে পারেন। Joy School English একটি আমেরিকান প্রতিষ্ঠান যারা পৃথিবীর ২৬ টি দেশে শিশুদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ায়। নিচের ভিডিওটি দেখে নিন।
Joy School English Bangladesh Program
Joy School English app এর পাশাপাশি শিক্ষকদের সাথে সরাসরি ক্লাসের মাধ্যমে ইংরেজিতে কথা বলার সুযোগ থাকছে এখন বাংলাদেশের শিশুদের জন্য। Joy School English এর প্রশিক্ষিত শিক্ষকরা ক্লাস নিচ্ছেন শিশুদের। পাশাপাশি শিশুরা Joy School English app ব্যবহার করে ঘরে বসে বাকি সময় ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে পারবে।
Joy School English Bangladesh এর প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে গিয়ে Registration করুন। অথবা সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01968774016