লালমাটিয়ার একটা ছোট রুমে শুরু হয় Kids Time- এর পথচলা। এরপর দেখতে দেখতে ৬টি বছর পাড় করে আমরা আমাদের সপ্তম বছরে পদার্পণ করতে চলেছি আগামী ২৪ অক্টোবরে।
এই ৬ বছরে ৪০০০+ শিশু তাদের বিভিন্ন কোর্স সফলভাবে শেষ করেছে। যেসব শিশুরা কিডস টাইমের কোর্সগুলো করেছে, তারা সবাই শিক্ষা, সৃজনশীলতা, লিডারশিপ স্কিলে অন্যদের চেয়ে অনেক এগিয়ে গিয়েছে।
কিডস টাইমের ৬ষ্ঠ জন্মদিন উপলক্ষে আমাদের পার্টনার ToguMogu একটা দারুণ উপহার দিচ্ছে শিশুদের জন্য। যেসব শিশুরা আগামী নভেম্বর ১০ তারিখের মধ্যে কিডস টাইমের যেকোনো কোর্সে ভর্তি হবে, তাদের জন্য রয়েছে এই আকর্ষণীয় পুরষ্কার।
Address: Level 5, House 67/A, Rezina Garden, Road 9/A, Dhanmondi, Dhaka- 1209
Address: Academia School, Shahid Baki Road, Malibagh Chowdhury Para, Khilgaon, Dhaka- 1219
Address: 67/A, Rezina Garden
Dhanmondi 9/A, Dhaka- 1209
+880 1968774016
© 2024 Kids Time, an initiative of Light of Hope Ltd