আপনাদের ভালবাসায় Kids Time এখন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিয়েটিভ আফটার-স্কুল প্রোগ্রাম। ২০১৭ সালে আমরা যখন শুরু করেছিলাম Kids Time তখন আমাদের লক্ষ্য ছিল শিশুদের মধ্যে সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, মুল্যবোধ নিয়ে কাজ করবো। এখনও আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
করোনায় আমাদের সবগুলো সেন্টার বন্ধ করে দেয়ার পর গত দেড় বছর অনলাইনে কয়েক হাজার শিশু আমাদের কোর্সগুলো করে যাচ্ছে। দেশের গন্ডি পেরিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ ৭ টি দেশ থেকে শিশুরা আমাদের কোর্সগুলো অনলাইনে করছে।
সরকার যেহেতু স্কুল খোলার সিদ্ধান্ত দিয়েছে, তাই আমরাও আমাদের সেন্টারগুলো আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ধাপে আমরা আমাদের ধানমন্ডি, গুলশান, খিলগাঁও ও মিরপুর ১০ শাখা চালু করবো আগামী অক্টোবর মাস থেকে।
আপনারা যারা আগে থেকেই আমাদের এই সেন্টারগুলোতে ছিলেন, তারা এখন সরাসরি কোন ভর্তি ফি ছাড়াই কোর্স শুরু করতে পারবেন। আমরা ক্রাফটিং, Storymaking ছাড়াও ড্রয়িং, সিঙ্গাপুর ম্যাথ – এরকম নতুন কিছু কোর্সও চালু করেছি।
নিচের বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। যেহেতু সীমিত আকারে সবকিছু চালু হচ্ছে, তাই যারা আগে রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমরা অগ্রাধিকার দেবো।