ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৩

Kids Time, বাংলাদেশের সবথেকে বড় আফটার স্কুল ব্র্যান্ড এর শিশুদের নিয়ে হয় এই আয়োজন। এটি প্রতিষ্ঠানটির গ্র্যাজুয়েটদের নিয়ে করা ৫ম অয়োজন। 

Kids Time Graduation Ceremony-র এবারের আসরটি বসে রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে। Graduation Ceremony-র পাশাপাশি Kids Time এর শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজন করা হয় ২ দিন ব্যাপী এক্সিবিশনের। এছাড়াও graduation ceremony-র এবারের আসরে ‘গল্পগুচ্ছ ২’ ও ‘Kids Time Stories vol II’ নামের দুটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। ৩০ জনের-ও বেশি শিশুর লেখা ও আঁকা গল্প নিয়ে তৈরী হয় বই দুইটি। 

আজকের শিশু আগামীর ভবিষ্যত। তাদের মধ্যকার ক্রিয়েটিভিটিকে নারচার করার মাধ্যমে তাদের আগামী দিনের জন্য গড়ে তোলাটাও তাই আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই ২০১৬ থেকে কাজ করছে শিশুদের নিয়ে, তাদের সৃজনশীল সত্ত্বাকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে।শিশুরা যেনো নিজেদের কাজগুলোকে ভালোবাসতে পারে, আরো আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠতে পারে  ঠিক সে কারণেই কিডস টাইম ২০১৮ সাল থেকে আয়োজন করছে Kids Time Graduation Ceremony। 

প্রতিবারের মতো কিডস টাইমের এবারের আয়োজনে মূল লক্ষ্য ছিলো শিশুদের আনন্দ দেওয়া, তাদের ছোটো ছোটো জয়গুলোকে সেলিব্রেট করা। তাই কিডস টাইমের ৫ম graduation ceremony, এর ব্যাতিক্রম ছিলোনা। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত কিডস টাইম থেকে গ্র্যাজুয়েশন শেষ করা শিশুদের নিয়ে ছিলো এবারের আয়োজন। তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বিশেষ অতিথি আব্দুল মান্নান, লাইট অফ প্রাইভেট লিমিটেড কোম্পানীর কো-ফাউন্ডার নাজমুল আরেফিন মোমেল, আর সাথে ছিলেন কিডস টাইম ফাউন্ডার তাহমিনা রহমান সাথি। 

এছাড়াও Graduation ceremony-তে এসেছিলো গুফি পাপেট বন্ধুরা শিশুদের সাথে কিছু আনন্দঘন সময় কাটাতে। সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসি- মজায় ভরপুর ছিলো Kids Time Graduation Ceremony 2023. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *