সব শিশুরাই কার্টুন দেখতে পছন্দ করে। কার্টুনের মধ্যেই তারা নিজেদের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করে। কার্টুন নির্মাতারাও তাই চেষ্টা করেন বাচ্চাদের মন মতো বিভিন্ন কার্টুন বানানোর। কিন্তু সব কার্টুন তো আর একই ধরণের হয় না। আর সব শিশুরাও তো একই রকম কার্টুন দেখতে পছন্দ করবে না। কেউ পছন্দ করে সুপারহিরো টাইপের কার্টুন, কেউ বা পছন্দ করে বারবি কার্টুন, কারো পছন্দ টম এন্ড জেরি, কারও বা পছন্দ মিনা কার্টুন। যার পছন্দ যেমনই হোক, প্রতিটি কার্টুন চরিত্র থেকেই শিশুরা কিছু শিখে থাকে। আর কার্টুনের মাধ্যমে যদি শিশু-কিশোরদের নতুন কিছু শিখানো যায়, তাহলে খারাপ কি?

শিশুদের লেখা গল্প পড়তে এখানে দেখুন।

কার্টুন দেখার মাধ্যমে শিশুরা বিনোদন পেলো, আবার নতুন কিছুও শিখলো! এসব কার্টুন খুব সহজেই ইউটিউবে বা বিভিন্ন ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়। আবার বিভিন্ন শপিংমল অথবা সুপার শপগুলোতে এসব কার্টুনের কালেকশন কিনতে পাওয়া যায়।

তাহলে চলুন পরিচয় হওয়া যাক কিছু কার্টুন বা টিভি শো এর সাথে যা আপনার শিশুকে বিনোদনের পাশাপাশি নানারকম শিক্ষা দিয়ে থাকে।

১. Meena

মীনা এমন একটি কার্টুন যার সাথে পরিচয় নেই এমন মানুষ পাওয়া কঠিন। এই কার্টুনটি শুধু বাংলাদেশের জন্য না বরং পুরো ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি নিয়ে বানানো। জাতিসংঘের অঙ্গসংস্থা UNICEF এর উদ্যোগে এটি তৈরি করা হয়। মীনা হলো গ্রামের একজন বুদ্ধিমতী মেয়ে। তার পরিবারের সদস্যরা হলো, তার বাবা, মা, নানী, ভাই রাজু, আর তাদের পোষা টিয়া পাখি মিঠু। মিঠু সমসময় মীনা-রাজুর সাথে ঘুরে বেড়ায়। মীনা চায় তার আশেপাশের লোকজনকে তাদের ভুল ধারণা থেকে বের করে আনতে। সেই কাজে তাকে সাহায্য করে তার ভাই রাজু, পাখি মিঠু এবং তাদের স্কুলের শিক্ষিকা। শুরুতে তার পরিবার কেবল রাজুকে স্কুলে পাঠায়। তাদের মতে মেয়েদের পড়ালেখা শিখার প্রয়োজন নেই। পরে মীনার কল্যাণে তাদের সেই ভুল ভাঙ্গে। এছাড়াও বাল্যবিবাহ রোধ, শিশুর ভুল চিকিৎসা রোধ, ছেলে-মেয়েদের কাজের সমান গুরুত্ব, স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা এসব কাজেও মীনার অনেক ভূমিকা রয়েছে। এটি কেবল একটি কার্টুন না। এটি বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রকৃত অবস্থা। এখান থেকে বাচ্চারা তাদের আশেপাশের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন হতে পারবে। সেই সাথে তাদের চারিপাশ সম্পর্কেও সচেতন হবে।

এই কার্টুনের ইউটিউব লিঙ্ক

২. Captain Planet

“Earth, Fire, Wind, Water, and Heart. Let our powers combine.” ছোটবেলায় এই কথাটা আমরা কতবারই না শুনেছি। শুক্রবারের বিটিভি মানেই যেন Captain Planet। এই কার্টুনে দেখানো হয় পৃথিবীর ৫ জন রক্ষক তাদের শক্তি একত্র করে Captain Planet কে ডেকে আনে এবং বলে উঠে – GO PLANET! Captain Planet তখন পৃথিবীকে শত্রুর হাত থেকে রক্ষা করে। পৃথিবীকে রক্ষা করার জন্য মাটি, আগুন, বাতাস, পানি এবং ভালোবাসা এই ৫টি উপাদান প্রয়োজন। এই ৫টি গুণের সমন্বয়েই আমার Captain Planet তৈরি। Captain Planet ৯০ এর দশকের কার্টুন হলেও, তার চরিত্র এখনও শিশুদের জন্য আদর্শ। শিশুরা তার থেকে পৃথিবীকে রক্ষা করার, সবাইকে সাহায্য করা, আর সবাইকে ভালোবাসার শিক্ষা নিতে পারে।

এই কার্টুনের ইউটিইউব লিঙ্ক

৩.  Handy Manny

বাচ্চারা তাদের আশেপাশের সবকিছুকেই নিজের মতো করে দেখতে এবং চিন্তা করতে ভালোবাসে। ভাবুনতো, যদি আপনার হাতের পাশের কলমটি বা আপনার টুলবক্সের স্ক্রু-ড্রাইভারটি কথা বলতে পারতো, তাহলে কেমন হতো! অনেকটা এমন কিছুই দেখতে পাবেন এই Handy Manny কার্টুনটিতে। এই কার্টুনটিতে Manny নামের একজন মিস্ত্রী থাকে। সে তার এলাকার সবাইকে সবসময় সাহায্য করে থাকে। আর তাকে সাহায্য করে তার কথা বলা যন্ত্রপাতি! সেগুলো যন্ত্রপাতি নয়, যেনো একেকটি জীবন্ত বস্তু! এগুলো যেকোনো সমস্যার সমাধান খুঁজতে Manny কে সাহায্য করে। আর তাদের কথাগুলোও অনেক মজার! এই কার্টুন থেকে বাচ্চারা জানতে পারবে, কীভাবে অন্যের সমস্যায় তাকে সাহায্য করা যায়, কীভাবে অন্যের বিপদে এগিয়ে আসা যায়।

এই কার্টুনের ইউটিউব লিঙ্ক

৪. Blue’s Clues

Blue হলো একটি নীল রঙের কুকুর। তার বন্ধু হলো Steve। Steve আর Blue তাদের আশেপাশে বিভিন্ন ধরণের clue খুঁজে বেড়ায়। আর সেই সব clue মিলিয়ে তারা নতুন নতুন বিভিন্ন মজার জিনিস তৈরি করে। এছাড়াও তাদের অনেক ধরণের বন্ধু রয়েছে। বাচ্চারা সাধারণত মনে মনে সেইসব বন্ধুদের তৈরি করে থাকে। অর্থাৎ “ইমেজিনারি ফ্রেন্ড”! সেইসব বন্ধুদের সাথে মিলে, তারা কখনো গাড়ি তৈরি করে, কখনো বা বাগান তৈরি করে, আবার কখনো বন্ধুদের সাথে ঘুড়তে যাওয়া এরকম অনেক মজার কাজ তারা করে থাকে। এই কার্টুনের সাহায্যে বাচ্চাদের চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। পাজেল সলভ করার মানসিকতা তৈরি হবে। অন্যকে সাহায্য করার মানসিকতা তৈরি হবে। আবার একইসাথে বাচ্চারা মজাও পাবে।

এই কার্টুনের ইউটিউব লিঙ্ক

৫. Dexter’s Laboratory

এই কার্টুনটা আমরা প্রায় সবাই ছোটবেলায় কমবেশি দেখেছি। Dexter এর কাণ্ডকীর্তি দেখেই আমরা অনেকে বিজ্ঞানকে ভালোবাসতে শিখেছি। Dexter এর বড় বোনের কাজ আর Dexter এর রেগে যাওয়া সবসময়ই আমাদের হাসিয়েছে আর আনন্দ দিয়েছে। Dexter তার ল্যাবে বিভিন্ন জিনিস উদ্ভাবন করে। সেগুলো কোনো না কোনো ভাবে তাকে সাহায্য করে থাকে। কিন্তু তার বোন সবসময়ই সেগুলোর একটা খারাপ দিকে খুঁজে বের করে ফেলে এবং Dexter এর কাজের বারোটা বাজিয়ে দেয়। কিন্তু Dexter ঠিকই তার বোনের পাকানো ঝামেলার একটা সমাধান খুঁজে বের করে। এইসবের মধ্য দিয়েই বিজ্ঞানকে যাতে শিশুরা ভালোবাসে সেই বীজ বুনে দেয়া রয়েছে। বিজ্ঞান বিষয়ক নানা রোমাঞ্চ নিয়েই এই কার্টুনটি তৈরি করা হয়েছে।

এই কার্টুনটির ইউটিউব লিঙ্ক

কার্টুন নিয়ে লেখা ২য় পর্ব আসছে খুব দ্রুত। আমাদের সাথেই থাকুন। আর আগামী জানুয়ারী থেকে কিডস টাইমের নতুন নতুন কোর্স আসছে। আপনার শিশুকে ভর্তি করাতে চাইলে ক্লিক করুন নিচের ছবিটিতে অথবা  বিস্তারিত জানুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *