
কোভিডের কারণে দুই বছর পর আবারো ফিরছে কিডস টাইম মেলার তৃতীয় এডিশন, Kids Time Fair 2023। এবার আসছি আরও বেশি আনন্দ, আরও বেশি সৃজনশীল এক্টিভিটি নিয়ে। বিগত ২ বারের মত এবারো আমাদের মূল লক্ষ্য হল শিশুদের আনন্দ দেওয়া, তাদের মাঝের ক্রিয়েটিভ স্বত্তাকে বুস্ট করা।

শিশুদের আনন্দ দেবার মাধ্যমে Creativity, Moral আর Emotional Skills, সাথে সাথে Problem Solving Skills শেখানোর উদ্দেশ্য নিয়েই ২০১৭ তে শুরু হয় Kids Time এর পথচলার গল্প। আর শিশুদের আনন্দ আর কয়েকগুণে বাড়াতেই ২০১৮ তে করা হয় প্রথম কিডস টাইম মেলাটি। যা পরবর্তীতে ২০১৯ সালেও আমরা করি বাংলাদেশ শিশু একাডেমিতে।

পূর্ববর্তী বছরগুলোতে শিশুরা যেমন Creative zone এ গিয়ে মজার মজার সব Crafting করেছে, ঠিক তেমনি ভাবেই পাপেট শো, ম্যাজিক শো দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়েছে। বড় হয়ে শিশু কি হতে তাও লিখেছে ‘ইচ্ছেটিভি’-তে। আর ২০১৮ এবং ২০১৯ এর সাফল্যের হাত ধরেই আসছে Kids Time Fair 2023.

আগামী ২০ ও ২১ জানুয়ারী মেলাটি অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ শিশু একাডেমি’-তে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। সব শিশুর জন্যই মেলাটি উন্মুক্ত। রেজিস্ট্রেশন করতে পারছে ৩ থেকে ১২ বছর বয়সী শিশুরা। আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এখন থেকেই। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুনঃ