
Kids Time একটি after-school brand যার মূল লক্ষ্য হচ্ছে শিশুদের সৃজনশীলতা, সমস্যা-সমাধানের দক্ষতা বাড়ানো। এখানে ৪-১০ বছর বয়সী শিশুরা প্রতি সপ্তাহে আসে যেখানে তাদের বিভিন্ন কোর্সের মাধ্যমে আনন্দের সাথে এই দক্ষতাগুলো বাড়ানো হয়।
Kids Time শিশুদের খুব গুরুত্বপূর্ণ কিছু স্কিল শিখিয়ে দিচ্ছে যেগুলো আপনার শিশুর ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ।
Kids Time কি আসলে? Kids Time হচ্ছে Light of Hope Ltd. থেকে পরিচালিত একটি উদ্যোগ যেটি শিশুদের মধ্যে সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং অন্যান্য ভবিষ্যৎ দক্ষতাগুলো বাড়ানো নিয়ে কাজ করে।
Light of Hope Ltd. এর CEO বলছেন কেন তারা এটি শুরু করেছেনঃ
70-80% of primary level children (4-12 years old) will end up in a job that doesn’t exist today. The top skills for children for the future will be creativity, problem-solving, critical thinking and emotional intelligence. In our schools, we don’t help children to learn these skills.
So, we’ve created Kids Time to be a place where children can come and get those skills through our amazing courses.
আমাদের Kids Time এর সেন্টারগুলোতে শিশুদের বয়স উপযোগী বিভিন্ন কোর্স পরিচালনা করা হয়। এই কোর্সগুলোর মূল লক্ষ্য হচ্ছে শিশুদের মধ্যে সৃজনশীলতা বাড়ানো, Critical Thinking, Analytical Skill, Problem-solving থেকে শুরু করে তার মধ্যে অন্যান্য মানসিক দক্ষতা বৃদ্ধি করা।
শিশুদের পাশাপাশি অভিভাবকদের জন্যও রয়েছে বিভিন্ন সেবা। শিশুর কোন সমস্যা থাকলে সেটি নিয়ে one-to-one counseling করা হয়। অভিভাবকরা যেন নিজেরা তাদের সন্তানদের সাথে quality time কাটাতে পারেন সেজন্য অভিভাবকদের জন্য বিভিন্ন ফ্রি কোর্স রয়েছে অনলাইনে এবং তাদের জন্য নিয়মিতভাবে বিভিন্ন আর্টিকেল, ভিডিও আমরা প্রকাশ করি।
কি করানো হয় এবং কাদের জন্য?
৩-৪ বছর বয়সের শিশুদের জন্য আছে Kids Time Jr. এটির মূল লক্ষ্য হচ্ছে শিশুদের স্কুলের জন্য প্রস্তুত করা। যেসব শিশু ৪-১০ বছরের মধ্যে তারা আমাদের নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবে। ৪ টি লেভেলে ভাগ করা মোট ৩ বছরের কোর্সগুলোর বিস্তারিত নিচে দেয়া হল।

কিডস টাইমের কোর্সগুলো
আপনার কাছের Kids Time সেন্টারে আপনার শিশুকে নিয়ে আসতে নিচের লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন। এরপর চলে আসুন শুক্র-শনিবার (সকাল ১০ – বিকাল ৫ টার মধ্যে) ।
Register for Pre-Admission

A Kids Time student is making a pen-holder from the used plastic bottle.
ক্রিয়েটিভ ডিজাইন এবং ক্র্যাফট কোর্সের মূল লক্ষ্য হচ্ছে শিশুদের সৃজনশীলতা বাড়ানো। নিজের কল্পনা এবং স্বাধীনতা নিয়ে যেমন খুশি মজার সব জিনিস বানানো এবং বিভিন্ন ধরণের ডিজাইনের কাজ করা। এই স্কিলের পাশাপাশি তাদের motor skill, concentration power ইত্যাদিও বাড়ে।
স্টোরি মেকিং কোর্সে একটা শিশু শেখে কিভাবে একটি গল্প তৈরি করতে হয় এবং লিখে ফেলে নিজের গল্প। লেখার মাধ্যমে বাচ্চাদের গঠনমূলক লেখার অভ্যাস গড়ে উঠে। শিশুরা নিজেদের বইয়ের প্রতিটি পাতা নিজেরা illustration করে, প্রচ্ছদ তৈরি করে, লেখক পরিচিতি লিখে। এভাবেই তৈরি হয়ে যায় নিজের একটা গল্পের বই।
শিশুদের তৈরি গল্পের বইগুলো দেয়া হয় তাদের Graduation Program এর সময়। শিশুরা যখন নিজেদের তৈরি করা এই বইগুলো সবার শেষে হাতে পায়, তখন তাদের আনন্দ যদি কেউ চোখে দেখত। আর অভিভাবকরা গর্ব ভরে নিজেদের শিশুদের করা বই দেখেন। এখন তাদের শিশুদের লেখা বই আবার অনলাইন থেকে ডাউনলোড করে অন্য অভিভাবকরা তাদের শিশুদের পড়ে শুনান।
Kids Time এর শিশুদের তৈরি করা গল্পের বইগুলো পাবেন এই লিঙ্কে।

Kids Time Graduation Program
আর পাপেটে যেটা হয়, শিশুরা মোজা ব্যবহার করে বিভিন্ন পাপেট বানায় তাদের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী। একটা স্ক্রিপ্ট তৈরি করা থাকে। স্ক্রিপ্টের চরিত্র শিশুদের মাঝে ভাগ করে দেয়া হয়ে থাকে। শিশুরা তাদের বানানো পাপেট দিয়ে সংলাপ বলে। অনুশীলন এর কাজ শেষ হয়ে যাওয়ার পর শিশুদের অভিনয়টা ভিডিও করা হয়। সেই ভিডিও আমাদের গ্রাজুয়েশন প্রোগ্রাম এ প্রথম দেখানো হয়। পরবর্তিতে সেই ভিডিও আমাদের Kids Time YouTube channel এ সবার জন্য প্রকাশ করা হয়।
শিশুদের নিজেদের তৈরি পাপেট শো দেখতে ক্লিক করুন এই লিঙ্কে। খুবই মজার, দেখার অনুরোধ রইলো।
Little Scientist কোর্সে শিশুদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে সাহায্য করে। শিশুদের বিভিন্ন ধাপে তাদের মধ্যে observation skill, scientific thinking বাড়ানো হয়। শিশুরা নিজেদের পছন্দমতো বিভিন্ন জিনিস বানাতে শেখে – যেমন রোবট, সোলার-গাড়ি থেকে শুরু করে বিভিন্ন জিনিস যেগুলো সে স্কুলে তার বিজ্ঞানের বিভিন্ন প্রোজেক্ট হিসাবে দেখাতেও পারবে।
এভাবেই শিশুরা এই কোর্সগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ায় যেন যখন সে বড় হবে তার মধ্যে এই দক্ষতাগুলোর পরিপূর্ণ বিকাশ ঘটে।
Kids Time বাচ্চাদের Creativity, Problem-Solving Skill and Emotional Intelligence এর জন্য কাজ করে যাচ্ছে। আমাদের শিশুদের বয়স এই জন্যই নির্বাচন করে দেয়া। কারন, ৪-১০ বছরের শিশুদের যা শিখানো হবে তা যেন তারা বিভিন্ন কাজে প্রয়োগ করতে পারবে। এতে করে ধীরে ধীরে শিশুদের নিজের উপর আত্মনির্ভরশীলতা বাড়ে এবং বড়দের উপর থেকে তাদের নির্ভরশীলতা অনেকখানি কমে আসে।

Kids time C-Bag
শিশুরা যেন নিজে নিজে বাসায় যেয়েও বিভিন্ন সৃজনশীল কাজ করতে পারে তার জন্য যেসব শিশুরা ভর্তি হয় তাদেরকে আমরা ভর্তি হওয়ার সাথে সাথে Kids time এর C-Bag (Design Book, Membership Card and some surprising materials inside)পাবে। মেম্বারশিপ কার্ডের সুবিধা হল, শিশুরা আমাদের Kids Time এর লাইব্রেরী থেকে গল্পের বই বাসায় নিয়ে গিয়ে পড়তে পারবে। এবং পরের সপ্তাহে ক্লাসে আসার সময় নিয়ে এসে জমা দিয়ে আবার অন্য বই নিয়ে যেতে পারবে। এভাবে করে যেন তাদের সৃজনশীলতা ধীরে ধীরে বাড়তে থাকে।
Admission and Other Details
Admission Fee: 5000 taka (This includes a Kids Time Crafting Package and membership card)
Monthly Fee: 2000 taka (this includes all the costs for materials, contents for the child and regular parenting articles, blogs, learning, and online parenting course)
আগ্রহী অভিভাবকদের জন্য সুযোগ থাকছে তারা চাইলে নিজের শিশুকে আমাদের সেন্টারে নিয়ে এসে সরাসরি কথা বলতে পারবেন। যারা আমাদের সেন্টারে শিশুকে নিয়ে আসতে চান তারা নিজের লিঙ্কে ক্লিক করে Register করুন। আমরা আপনার সাথে যোগাযোগ করবো।
Class Time and Schedule
আমাদের সবগুলো সেন্টারে ক্লাস হয় শুক্র এবং শনিবার। সকালের ব্যাচ শুরু হয় ১০ টা থেকে। এরপর ১১ঃ৩০ টা থেকে এবং বিকাল ৩ টা থেকে।
সেন্টার অনুযায়ী সময়ের কিছুটা পার্থক্য থাকতে পারে। নিশ্চিত হতে Center Coordinator কে কল করে জেনে নিন।
প্রতিটি শিশু সপ্তাহে একদিন ক্লাস করে ১ঃ৩০ ঘণ্টা করে।
ক্লাসে সব Material আমরা দিয়ে থাকি। তাই শিশুকে কিছু নিয়ে আসতে হয় না।
আমাদের ঢাকায় ৭ টি সেন্টার রয়েছে।
১. ধানমণ্ডিঃ 01968774008
২. গুলশানঃ 01968774019
৩. মিরপুরঃ 01968774018
৪. উত্তরাঃ 01968774017
৫. খিলগাঁওঃ 01968774015
৬. বনশ্রীঃ 01979774061
৭. ওয়ারিঃ 01979774062
আপনার শিশুকে নিয়ে আমাদের সেন্টারে এসে দেখে যেয়ে সিদ্ধান্ত নিতে পারেন ভর্তির ব্যাপারে। সরাসরি সেন্টারের Coordinator কে কল করে চলে আসতে পারেন। কিন্তু তার আগে অবশ্যই নিচের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
আপনার শিশুর জীবন হোক আনন্দময় এবং সে হোক আরও সৃজনশীল। ধন্যবাদ।
সরাসরি আমাদের সাথে কথা বলার জন্য কল করুন এই নাম্বারেঃ ০১৯৬৮৭৭৪০১৮