ছয় পেরিয়ে সাতে পা দিলো Kids Time। সম্পূর্ণ Kids Time টিমের জন্য দিনটা খুবই আনন্দের। আর আমাদের এই আনন্দটাই ভাগ করে নিতে আমরা আমাদের ৬ষ্ঠ বার্থডে-তে গিফট পার্টনার হিসেবে পেয়েছি ToguMogu Parenting App-কে।

ToguMogu সবসময়-ই চায় শিশুদের জন্য নতুন কিছু করতে, শিশুদের সুস্থ্য ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে বাংলাদেশের অভিভাবকদের হাতে সবথেকে ভালো সেবা তুলে দিতে। আর Kids Time শিশুদের ক্রিয়েটিভিটি নারচারের মাধ্যমে তাদের ফিউচার লিডার হিসাবে তৈরি করতে কাজ করে চলেছে বিগত ৬ বছর ধরে। 

Kids Time এর জন্মদিন উদযাপন করতে আর Kids Time এর আনন্দটা শিশুদের মাঝেও ভাগ করে দিতে টগুমগু এনেছে জমকালো এক উপহার। কিডস টাইমের ড্রইং, ক্র্যাফটিং বা স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হলেই আপনি আপনার শিশুর জন্য বেছে নিতে পারবেন- স্কুটার অথবা ডিজিটাল ক্যামেরা। 

আগামী ১০ নভেম্বরের মাঝে কিডস টাইমে অ্যাডমিশন নেওয়া সকল শিশুই পেয়ে যাচ্ছে তাদের পছন্দের উপহারটি বেছে নেওয়ার সুযোগ। অফারটি চলবে সীমিত সময়ের জন্য। তাই দেরি না করে আজ-ই আপনার শিশুকে নিয়ে চলে আসুন Kids Time এর অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে আর বেছে নিন আপনার শিশুর জন্য উপহার ToguMogu থেকে।

অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে আজই ডাউনলোড করুন টগুমগু- প্যারেন্টিং অ্যাপ আর বেছে নিন আপনার উপহার, হয়ে যান স্মার্ট প্যরেন্ট। 

ডাউনলোড ToguMogu Parenting App: https://play.google.com/store/apps/details?id=com.togumogu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *