fbpx

Select Your Favourite
Category And Start Learning.

শিশুদের উপযোগী ধর্মীয় ও নৈতিকতার বই

অভিভাবকরা আমাদের কাছে প্রায়ই জানতে চান শিশুদের উপযোগী ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা বিষয়ক বই কি আছে। অনেক অভিভাবক চান তারা ইসলাম ধর্মের এবং আমাদের নবীদের জীবনের উপর ভিত্তি করে বিভিন্ন শিশুতোষ বই আছে কিনা।

তাদের জন্য আমরা এই লেখায় কিছু বইয়ের তালিকা দিয়েছি। আশা করি অভিভাবকরা উপকৃত হবেন।

নৈতিকতা এবং মূল্যবোধ শেখানোর অন্যতম একটা উপায় হচ্ছে ধর্মের মূল ম্যাসেজগুলো শিশুদের কাছে তার উপযোগী করে পৌঁছে দেয়া। আর যেহেতু ইসলাম ধর্মের উপর ভিত্তি করে যে বইগুলো প্রকাশ করে প্রকাশকরা সেখানে মানুষ বা জীবজন্তুর ছবি সেভাবে থাকে না, সেই ক্ষেত্রে অভিভাবকের উচিত বইগুলো শিশুদের পড়ে শুনানো।

এই জন্য অভিভাবক হিসাবে আগে বইগুলো কিনে নিজে একটু পড়ে নিয়ে এরপর নিজের মতো করে সেটি শিশুকে শুনালে বেশি কার্যকর হবে। পাশাপাশি নবীদের জীবনী থেকে নেয়া বিভিন্ন ঘটনাগুলো থেকে শিশু কি শিক্ষা নিতে পারে যেটি তাকে একজন ভাল মানুষ হিসাবে গড়ে তুলবে সেটিও অভিভাবক শিশুকে তার মতো করে বুঝিয়ে বলুন।

আমরা এখানে বাংলা কয়েকটি বই এবং সিরিজের কথা উল্লেখ করেছি। পাশাপাশি কিছু ইংরেজি বইয়ের লিঙ্কও দেয়া হয়েছে। আশা করি অভিভাবকরা এতে উপকৃত হবেন।

বইয়ের ছবির উপর ক্লিক করে সরাসরি Togumogu এর ওয়েবসাইটে চলে যেতে পারবেন। সেখান থেকে সরাসরি বইগুলো কিনতে পারবেন চাইলে।

এছাড়া আরও বেশ কিছু বই এবং সিরিজ নিচের লিঙ্কে দেয়া হল। ক্লিক করে সরাসরি সিরিজগুলো অভিভাবকরা দেখতে পাবেন।

Islamic Books for Children

শিশুদের সৃজনশীলতা বাড়াতে এবং একাদেমিক দক্ষতা বাড়াতে লাইট অফ হোপ থেকে প্রকাশিত হয়েছে কিছু বইয়ের সিরিজ। এই বইমেলায় ৭৩৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে Goofi সিরিজের এই বইগুলো। এছাড়া অনলাইনে সরাসরি পাওয়া যাবে বইগুলো। বিস্তারিত দেখুন নিচের ছবিতে ক্লিক করে।