fbpx

Select Your Favourite
Category And Start Learning.

জেনে নিন আরলি-লিটারেসি বা প্রাক-সাক্ষরতার মাইলফলক (২ থেকে ৫ বছর)

আরলি লিটারেসির স্কিলগুলো দেওয়ার জন্য প্রথম থেকেই আপনি শিশুর সাথে কথা বলতে পারেন। জন্মের পর প্রথম বছরগুলোতে শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট খুব দ্রুত ঘটে। এখানে আপনার শিশুর বয়স অনুযায়ী আরলি-লিটারেসি বা প্রাক-সাক্ষরতার মাইলফলকগুলো মিলিয়ে নিন।

২ থেকে ৩ বছর

 • নিজে নিজে বই খুঁজে বের করে
 • জোরে আওয়াজ করে বই পড়ার অভিনয় করে
 • আগে পড়া গল্প বলতে পারে
 • আগের তুলনায় বড় গল্প শুনতে পারে
 • তার পরিচিত গান একটু একটু গাইতে পারে
 • ছবি আর লেখা আলাদা তা বুঝতে পারে
 • আঁকার মত করে অক্ষর লেখা শুরু করে
 • নিজের নামের প্রথম অক্ষর চিনতে পারে

শিশুদের কিভাবে করোনা নিয়ে কথা বলবেন জানতে ক্লিক করুন এখানে

করোনায় ঘরবন্দি অভিভাবকদের বিনোদন এবং সচেতনতার জন্য Goofi Parent Show

করোনায় ঘরবন্দি শিশুদের বিনোদনের জন্য প্রতিদিন হচ্ছে Kids Time Home শো

৩ থেকে ৪ বছর

 • নিজে নিজে বিভিন্ন চিহ্ন ও প্যাকেটের লেবেল পড়ার চেষ্টা করে
 • ছড়ার মত মিল কররে শব্দ বলতে পারে
 • কিছু অক্ষর চিনতে পারে, বলতে পারে
 • নিজের নাম লিখতে পারে
 • শব্দ ভাঙতে পারে বা বুঝতে পারে
 • পরিচিত শব্দ লিখতে চেষ্টা করে
 • লেখা বাম থেকে ডানে , উপর থেকে নিচে পড়তে হয় তা বুঝতে পারে
 • শোনা গল্প তার মত করে বলার চেষ্টা করে।

৪ থেকে ৫ বছর

 • ছড়ার মত করে শব্দ বলতে পারে
 • যেসব শব্দ বলা হয় তার সাথে লেখা শব্দের মিল করতে পারে
 • কিছু অক্ষর , সংখ্যা ও শব্দ লিখতে পারে
 • পরিচিত শব্দ ছাপার অক্ষরে দেখলে চিনতে পারে
 • গল্পের পরের অংশে কী হবে তা অনুমান করতে পারে
 • গল্পের মূল অংশ বলতে পারে
 • গল্প থেকে ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে পারে
 • শব্দ দিয়ে ছোট বাক্য তৈরি করতে পারে
 • চরিত্র অনুকরণ করে খেলতে পারে
 • ৬ থেকে ৭ বছর
 • পরিচিত গল্প পড়তে পারে
 • অপরিচিত শব্দ ভেঙে পড়তে পারে বা ডিকোড করতে পারে
 • কিছু বিরাম চিহ্নের ব্যবহার করতে পারে
 • পড়ার সময় ভুল হলে নিজে নিজে ঠিক করতে পারে
 • ছবি এঁকে গল্পের মানে বোঝাতে পারে
 • এলোমেলো বাক্য থেকে গল্প শুরু , মাঝামাঝি অংশ ও শেষ সাজাতে পারে
Explore the amazing online courses for your child offered by us. Click on the image.

Leave a comment