What is Kids Time Creative Program?

Kids Time বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় আফটার-স্কুল প্রোগ্রাম। Kids Time Creative Program এর মাধ্যমে ৪-১২ বছর বয়সের শিশুদের সৃজনশীলতা বাড়ানো নিয়ে কাজ করা হয়। অনলাইনে অথবা সরাসরি কিডস টাইমের সেন্টারে শিশুরা ক্রাফটিং, ছবি আঁকা, পাপেট প্রোগ্রাম ইত্যাদি বিষয়ের মাধ্যমে দেশের সেরা শিক্ষকদের কাছ থেকে শেখে। পাশাপাশি রেকর্ডেড Family Course এর মাধ্যমে শিশুরা সৃজনশীল লেখা, বিজ্ঞান, ম্যাজিক, ক্র্যাফট, পাপেট কোর্সের মাধ্যমে ঘরে বসে নিজে নিজে এবং অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয় শিখতে পারে।

ঢাকার সেরা সব শিক্ষকদের কাছে আপনার সন্তান সরাসরি ছবি আঁকা, ক্র্যাফট করা, ইংরেজি শেখা থেকে শুরু করে বিভিন্ন কোর্স এখন অনলাইনেই করতে পারবে। ছুটির দিনে এমনকি সপ্তাহের অন্যান্য দিনেও সন্ধ্যায় বা বিকালে ক্লাস করার সুযোগ রয়েছে।

ইতিমধ্যে বাংলাদেশের ২৫টি জেলা থেকে অভিভাবকরা তাদের সন্তানদের এই ক্রিয়েটিভ ক্লাস করাচ্ছেন। পাশাপাশি আমেরিকা, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড থেকে বাংলাদেশি অভিভাবকরা তাদের শিশুদের অনলাইনে ক্লাসগুলো করাচ্ছেন।

How to Enroll for Kids Time Creative Program

প্রতি সপ্তাহেই নতুন নতুন ব্যাচ শুরু হচ্ছে আমাদের। আপনার শিশুর বয়স এবং আগ্রহ অনুযায়ী আপনার পছন্দের কোর্সে ভর্তি করিয়ে ফেলতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন নিচের লিঙ্কে গিয়ে। যারা রেজিস্ট্রেশন করবেন তাদের সাথে আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হবে।

Course Details

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *